Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনী এবং কচু ফসলের মাঠ দিবস
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীনগর, মুন্সীগঞ্জ এর অধীনে ‘‘অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প’’- এর আওতায় অত্র উপজেলার 14 টি ইউনিয়নে প্রথম কিস্তিতে 26(ছাব্বিশ)টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনী স্থাপন করা হয়। এই প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ এবং কৃষকদের পুষ্টি বাগান স্থাপনের জন্য বীজ, সার, ভার্মি কম্পোস্ট, ঝাঝড়ি, বীজ রাখার পাত্র, সাইনবোর্ড, বেড়া নির্মাণ বাবাদ নগদ অর্থ প্রভৃতি উপকরণ বিতরণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে। একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কখনো সবজি থাকবে, আবার কখনো ফল থাকবে। এতে করে বসত বাড়ির আঙ্গিনা বা নিকটস্থ পতিত জমির ব্যবহার করে শাক-সবজি উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচ ও শ্রমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত অংশ বিক্রি করে বাড়তি আয় সম্ভব হবে।

‘‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল’’- এর আওতায় গত ১৯/০৮/২০২১ খ্রি. তারিখে ২০২০-২১ র্অথ বছরে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলজে মাঠে বাস্তবায়তি পানিকচু প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজলো কৃষি অফিসার জনাব শান্তনা রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন উপজলো নির্বাহী অফিসার জনাব প্রণব কুমার ঘোষ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তির্বগ। প্রকল্পটির মাধ্যমে কন্দাল জাতীয় ফসল যেমনঃ উন্নতমানরে আলু, মিষ্টিআলু, লতিকচু ও পানি কচু চাষ সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে এবং কন্দাল ফসল উন্নয়ন বিষয়ে হাতে কলমে কৃষক-কৃষাণীদের কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং কন্দাল ফসলের প্রদর্শনী বাস্তয়নরে জন্য কৃষকদরে বীজ, সার, আন্তঃপরিচর্চা খরচ বাবদ নগদ র্অথ বিতরণ করা হয়। প্রকল্প এলাকায় কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ ধরনরে ফসলের জমির পরিমাণ ২০-২৫% বৃদ্ধি করা সম্ভব। সুবিধাবঞ্চিত কৃষকদের প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ, প্র্দর্শনী র্কাযক্রমরে মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, কন্দাল ফসল আবাদ বৃদ্ধিকরণ ও পুষ্টিমান উন্নয়ন এবং বিদেশে কন্দাল ফসল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা র্অজন করা সম্ভব।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/10/2021
আর্কাইভ তারিখ
31/12/2023