অত্র উপজেলার চলমান প্রকল্পসমূহ
ক্র. নং |
প্রকল্পের নাম |
প্রকল্প হতে অর্জিত সুফলসমূহ |
1 |
রাজস্ব খাতের আওতায় প্রদর্শনী |
এ প্রকল্পের মাধ্যমে রবি মৌসুমে বিভিন্ন ফসলের ১৫০ টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। |
2 |
পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প |
এই প্রকল্পের আওতায় বিভিন্ন সবজির ৪২ টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং কৃষক মাঠ স্কুর এর মাধ্যমে কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান হচ্ছে। |
3 |
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ৩য় পর্যায় (১ম সংশোধিত) |
প্রকল্পটির মাধ্যমে ১০ জন বীজ উদ্যোক্তা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে তাদের বীজ বিক্রয়ের জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে। |
4 |
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প |
প্রকল্পটির মাধ্যমে ০৮ টি কৃষক গ্রæপ তৈরি করা হয়েছে। তাদের উন্নত ও উচ্চ ফলনশীল বীজ উৎপাদন কলা-কৌশল হাতে কলমে প্রশিণ দেয়া হয়েছে। তারা বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক অদ্য লাইসেন্স প্রাপ্ত হয়েছে এবং বীজ ব্যবসায়ী হিসেবে আত্নপ্রকাশ করবে। |
5 |
বাংলাদেশের অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় ফল উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচি |
এ প্রকল্পের আওতায় বাগান প্রদর্শনী স্থাপন করা হবে। জমির পরিমাণ হবে ৩৩ শতাংশ। |
6 |
কন্দাল ফসলর উন্নয়ন প্রকল্প |
প্রকল্পটির মাধ্যমে কন্দাল জাতীয় ফসল যেমনঃ উন্নতমানের আলু, মিষ্টি আলু, লতিকচু ও পানি কচু চাষ সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে এবং কন্দাল ফসল উন্নয়ন বিষয়ে হাতে কলমে কৃষক-কৃষাণীদের কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। |
7 |
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প |
এই প্রকল্পের আওতায় ১০ টি ইউনিয়নে বৃষ্টি মাপার যন্ত্র, সোলার ও আবহাওয়া ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদের ট্যাব বিতরণ করা হয়েছে। যাতে আবহাওয়া বিষয়ক সকল তথ্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস কৃষকদের দ্রুত সময়ে দেয়া সম্ভব হয়। |
8 |
অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প |
এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ১০০ টি পারিবারিক পৃষ্টি বাগান স্থাপন করা হবে। জমির পরিমাণ হবে ১.৫ শতক। বর্তমানে ২৫ টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। |
9 |
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প |
এই প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে ২০২০-২১ অর্থ বছরে ০২ টি কম্বাইন হারভেস্টার ও ০১ টি রিপার বিতরণ করা হয়েছে। |
10 |
তেল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্প |
এ প্রকল্পের আওতায় একটি নির্দিষ্ট শস্য বিন্যাস রোপা আমন প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস