Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
বিগত ০৩ (তিন) বছরের প্রধান প্রধান অর্জনসমুহঃ
 
শ্রীনগর উপজেলা ঐতিহ্যবাহী বিক্রমপুর জনপদের একটি উল্লেখযোগ্য উপজেলা। এই উপজেলার আর্থ-সামাজিক অবস্থা বেশ ভালো। এখানকার মানুষের কৃষিজ সংস্কৃতি মূলত ধান ও আলু উৎপাদন ভিত্তিক। স্থানীয় কৃষকরা আলু উৎপাদনে অত্যন্ত পারদর্শী। খাদ্য তালিকা মাছ ভাতে বাঙ্গালীর অনুরূপ। 
 
আলু উৎপাদনে হেক্টর প্রতি গড় ফলন ৩৫ মেট্রিক টন যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের উৎপাদনের দ্বিগুণেরও বেশী। শ্রীনগর উপজেলায় প্রায় ২২০০ হেঃ জমিতে আলু আবাদ হয়।
 
এছাড়া বোরো প্রায় ৯৯০০ হেঃ, সরিষা ৩৫০ হেঃ, আখ ১০০ হেঃ, পাট ১০০ হেঃ, ভূট্টা ৪০০ হেঃ এবং সবজি ১০২০ হেঃ জমিতে আবাদ হয়।
 
ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সরেজমিন উইং এর অধীন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কৃষি অফিস কৃষকের নিকট চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে বোরো ধান, আলু, ধান, শাক-সবজি ও ভুট্টাসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
 
সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ২০১৮-১৯ অর্থ বছরে ২৪৫০ হেঃ জমিতে ৮৩৩০০ মে.টন, ২০১৯-২০ অর্থ বছরে ২২০০ হেক্টর জমিতে ৭৮৩৪০ মে.টন এবং ২০২০-২১ অর্থ বছরে ২২৫০ হেঃ জমিতে ৭৫৩৯৬মে.টন আলু উৎপাদিত হয়েছে।
 
আলু চাষের পর সবজি, পাট, ভূট্টা ও আখ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
 
দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিঞ্চু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, আলোক ফাঁদ, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, কেঁচো সার ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে।
 
এছাড়া অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় বসতভিটা এবং ছাদে ফল ও সবজির বাগান সৃজনের মাধ্যমে উৎপাদন বাড়ার পাশাপাশি সৌখিন লোকদের সময় কাটানোর সুন্দর সুযোগ সৃষ্টি হচ্ছে।